শাবুল আহমেদ, প্যারিস

১৬ জুন, ২০২৪ ১৩:৫৫

প্যারিসে ‘জাফরুল্লাহ চৌধুরী: গরীবের ডাক্তার’ তথ্যচিত্র প্রদর্শনী

প্যারিসে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী'র জীবন ও কর্ম নিয়ে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম নির্মিত ‘জাফরুল্লাহ চৌধুরী: গরীবের ডাক্তার’ (Zafrullah : médecin du peuples) তথ্যচিত্রের প্রদর্শনী হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় প্যারিসের একটি হলে এ তথ্যচিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আয়োজিত প্রদর্শনীতে ফরাসি ও বাংলাদেশি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তথ্যচিত্রে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার পাশাপাশি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রণীত ঔষধনীতি ও তার জীবনদর্শনের নানান দিক ওঠে আসে।

তথ্যচিত্র নির্মাণে চিন্তা ও পরিকল্পনা নিয়ে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে আলাপকালে চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম বলেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষ আমাদের দেশে খুব বিরল। এই সমস্ত বিরল যেসব মানুষজন যারা দেশের জন্য দশের জন্য মানুষের জন্য প্রাণ দিয়ে গেল, আজীবন কাজ করে গেলে এসব মানুষগুলোকে আমরা চিনছি না, আমরা সম্মান দিতে শিখিনি বরং অন্যর কথা দিয়ে এসব মানুষগুলো আমরা চিনবার চেষ্টা করছি। কিন্তু তাদের কাজ দিয়ে আমরা দেখতে চাইছি না, তাদের জীবন আমরা পড়ছি না, জানছি না- সুতরাং আমরা এমন একটা দুঃসময় পার করছি যে সময়ে আমরা আমাদের কথা বলতে ভুলে গেছি, আমরা আমাদের কথা বলছি না।

তিনি বলেন, আমি যখন ভাবি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষ তাকে আমরা ঠিক সেভাবে সম্মান দিতে পারিনি। এটার জন্য সমস্ত বাঙালি জাতির কান্না করা উচিত পৃথিবী মানুষগুলোকে চেনা উচিত। সুতরাং এক্ষেত্রে আমরা একটু বুঝার চেষ্টা করেছি, কাছে থেকে জেনেছি। অতএব একটা দায়িত্ব থেকে যায়। সেই দায়িত্ববোধ থেকে আমি কাজটি করার চেষ্টা করেছি।

আপনার মন্তব্য

আলোচিত