মাধবপুর প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর, ২০১৭ ২৩:২৪

মাধবপুরে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড

হবিগঞ্জের মাধবপুরে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার অপরাধে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মুরাদপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে বসু মিয়া (২২) ও একই গ্রামের জমির আলীর ছেয়ে মর্তুজ আলী (২৩)।

শনিবার সন্ধ্যায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেসুর রহমান এ দণ্ডাদেশ দেন।

ইউএনও জানান, দুপুরে উপজেলার সোনাই নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছিলেন মর্তুজ আলী ও জমির আলী। খবর পেয়ে নির্বাহী কর্মকর্তাসহ মাধবপুর থানা পুলিশ গিয়ে তাদেরকে হাতে নাতে আটক করেন।

এ সময় তাদের ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়কে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রাতেই তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান ইউএনও।

আপনার মন্তব্য

আলোচিত