বড়লেখা প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০১৭ ২০:০৫

বড়লেখায় চার সহস্রাধিক চায়ের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মৌলভীবাজারের বড়লেখায় রাতের আঁধারে কেরামতনগর চা বাগানের চার সহস্রাধিক চা গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার (০৫ নভেম্বর) সকালে শ্রমিকেরা বাগানে এসে এ ঘটনাটি দেখতে পান। চারা কাটার ঘটনায় চা বাগানের লক্ষীছড়া ডিভিশনের ম্যানেজার আমিরুল ইসলাম বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

চা বাগান সূত্রে জানা গেছে, কেরামতনগর চা বাগানের লক্ষীছাড়া ডিভিশনের ১৯নং সেকশনের অন্তত চার সহস্রাধিক চায়ের চারা গাছ গত শনিবার (০৪ নভেম্বর) দিবাগত রাত থেকে রবিবার (০৫ নভেম্বর) ভোররাতের মধ্যে কেটে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ২০১৬ সালে এ চায়ের চারাগাছগুলো রোপণ করা হয়েছিল। রবিবার সকালে চা গাছের পরিচর্চা করতে গিয়ে চা শ্রমিকেরা গাছ কাটার বিষয়টি দেখতে পান। পরে তারা ঘটনাটি লক্ষীছাড়া ডিভিশনের ম্যানেজারকে (ব্যবস্থাপক) অবগত করেন। খবর পেয়ে কেরামতনগর চা বাগানের ব্যবস্থাপক আজরাফ আহমদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

রবিবার (০৫ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, চা বাগানের ১৯নং সেকশনের টিলার চারার গোড়া কেটে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে সম্পূর্ণ চারা নষ্ট হয়ে গেছে।

বাগানের ব্যবস্থাপক আজরাফ আহমদ চৌধুরী বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা চায়ের চারাগুলো কেটে ফেলে। সকালে শ্রমিকরা কাজে গিয়ে বিষয়টি দেখে আমাদের জানায়। এতে চার হাজার চারা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রবিবার (০৫ নভেম্বর) বিকেলে বলেন, ‘লিখিত অভিযোগে কারও নাম উল্লেখ নাই। তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।’


আপনার মন্তব্য

আলোচিত