জগন্নাথপুর প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০১৭ ০০:২৪

জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে হামলা, যুবক আহত

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধারালো অস্ত্রের আঘাতে আংগুর মিয়া (৪০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের মৃত খতিব উল্লার ছেলে।

বুধবার (১৫ নভেম্বর) রাত নয়টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে- দীর্ঘদিন ধরে একই গ্রামের আজর আলীর ছেলেদের সাথে আংগুর মিয়াদের পারিবারিক বিরোধ চলে আসছে। বুধবার রাতে বোরো জমিতে বাঁধ দিতে গেলে প্রতিপক্ষের আজর আলীর পুত্র জাহাঙ্গীরের নেতৃত্বে ৬-৭জন লোকজন মাথায় অস্ত্র ধরে ধারালো রামদা ও রড দিয়ে তাকে মারধর করে জমির কিনারে রেখে যায়।

পরে একই এলাকার অপর একজন লোক মাছ শিকার করতে গেলে তাকে আহত অবস্থায় পেয়ে আংগুর মিয়ার বাড়ীতে খবর দিলে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা প্রদান করে কর্তব্যরত চিকিৎসক মির্জা আলী খাঁন রুবেল ভর্তি দিলে নিজ হেফাজতে বাড়ীতে নিয়ে যান আহত আংগুর মিয়ার আত্মীয় স্বজন।

চিকিৎসার খবর নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার মির্জা আলী খাঁন রুবেল বলেন, রোগীর শরীরে ধারালো অস্ত্র ও রডের আঘাতে চিহ্ন রয়েছে। তাকে ভর্তি দিলে নিজ হেফাজতে রোগীর স্বজনরা বাড়ীতে নিয়ে যান।

আংগুর মিয়ার ছোট ভাই উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা দিলু বক্স এঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত