মৌলভীবাজার প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০১৭ ১৬:৪৫

মৌলভীবাজারে শাহ মোস্তফা কলেজ লিংক রোড সম্প্রসারণের কাজ শুরু

মৌলভীবাজার পৌর শহরের অভ্যন্তরীণ সড়ক প্রশস্তকরণের ধারাবাহিকতায় ১নং ওয়ার্ডের শাহ মোস্তফা কলেজ লিংক রোড সম্প্রসারণ কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ লিংক রোড সম্প্রসারণের কাজ শুরু হয়।

মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে পৌর পরিষদের প্রচেষ্টায় এবার শাহ মোস্তফা কলেজ এবং মৎস্য কার্যালয় এলাকার বাসাবাড়ির মালিকেরাও সাড়া দিয়ে নিজেদের দেয়াল ভেঙ্গে জমি ছেড়ে দিয়েছেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, আজ কমপক্ষে ২০-২৫টি বাসাবাড়ির দেয়া ভাঙ্গার কাজ শুরু হয়েছে।

এ ব্যাপারে মেয়র ফজলুর রহমান বলেন, আমরা শহরের অভ্যন্তরীণ রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নিয়েছি। এখন পর্যন্ত পৌর এলাকার অনেকগুলো রাস্তা প্রশস্ত করা হয়েছে। স্থানীয় অধিবাসীরাও আমাদের আহবানে সাড়া দিয়েছেন। এর ফলে শহরের অভ্যন্তরীণ সড়কগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তৈরি হচ্ছে বাইপাস রোড। যাতায়াত সুবিধা অনেকটা সহজ হয়ে যাচ্ছে। এলাকার গুরুত্ব বাড়বে, বাসাবাড়ির দামও বৃদ্ধি পাবে। আমরা আগামী পঞ্চাশ-একশ’ বছর সামনে রেখে কাজ করে যাচ্ছি।

আপনার মন্তব্য

আলোচিত