সুনামগঞ্জ প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০১৭ ০০:৪৩

বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে ধর্মপাশায় ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারসহ আশপাশের এলাকায় সোমবার সকাল ৬ টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

একই স্থানে একই সময়ে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে আজ রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারি করেন।

জানা যায়, সোমবার সকাল ১১টায় ওই স্থানে সাবেক এমপি নজির হোসেন সমর্থিত নেতাকর্মীরা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি আহ্বান করে। একই স্থানে একই সময়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ডা. রফিক চৌধুরী সমর্থিত উপজেলা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ডাকে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন,‘একই স্থানে দুটি কর্মসূচি থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত