গোলাপগঞ্জ প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০১৭ ২১:২৭

গোলাপগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ: ৬ দিন পর এক পক্ষের মামলা

সিলেটের গোলাপগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৬ দিন পর থানায় মামলা দায়ের করেছে একটি পক্ষ।

রোববার (২৬ নভেম্বর) খায়রুল গ্রুপের কর্মী উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির উত্তর কানিশাইল গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র আব্দুল্লাহ আল মামুন (২৭) বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় এ মামলা ( মামলা নং- ১৬/২৬-১১-১৭) দায়ের করেন।

মামলায় মনসুর গ্রুপের ১৬ জন নেতা কর্মী ও অজ্ঞাত নামা আরো ১০/১৫ জনকে আসামী করা হয়।

এ মামলায় আসামিরা হলেন- উপজেলার করগ্রামের কনাই মিয়ার পুত্র সাইদ আহমদ (২৮), দক্ষিণভাগ ফুলতলা গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র নূরুল হক হেলো (২৫), উত্তর কানিশাইল গ্রামের মৃত বাখল মিয়ার পুত্র মনসুর আহমদ (৩৮), কানিশাইল মাঝিপাড়া গ্রামের সফিক উদ্দিনের পুত্র আব্দুল মন্নান মসক্কা (৩৫), আব্দুল কাদিরের পুত্র সায়েক আহমদ (২৯), মৃত উস্তার আলীর পুত্র মঞ্জিল আহমদ (৩৫), সফই উদ্দিনের পুত্র ফয়জু আহমদ (৩০), সিরাজ আলীর পুত্র জাবেদ আহমদ (২৯), ভাদেশ্বর ইউপির দক্ষিণ ভাগ গ্রামের আব্দুল মালিকের পুত্র ফুরাদ আহমদ (৩০), একই ইউপির পূর্বভাগ গ্রামের মজলু বাবুর্চির পুত্র আজিম আহমদ (২৯), উজান মেহেরপুর গ্রামের আয়াছ আহমদ (২৯), ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ রায়গড় গ্রামের সুফিয়ান আহমদ (২৫), কানিশাইল মাঝিপাড়া গ্রামের নকুল রাম মালাকারের পুত্র অপু মালাকার (২৫) ও সৌরভ মালাকার (২২), একই গ্রামের তোতা মিয়ার পুত্র তারণ আহমদ (৩৮), দক্ষিণভাগ ফুলতলা গ্রামের মৃত বাহার উল্লাহর পুত্র তারেক আহমদ (২২)।

উল্লেখ , গত ২০ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে ও লক্ষণাবন্দ ইউপির পুরকায়স্থ পূর্ববাজারে যুবলীগের একটি সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা মনসুর আহমদের গ্রুপ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খয়রুল হকের গ্রুপের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুরকায়স্থ বাজার ও ঢাকাদক্ষিণ বাজারে দু'দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের ৩/৪ জন কর্মী আহত হয় ও ১০/১২ টি মোটর সাইকেল ভাঙচুর করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত