নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০১৭ ১৪:১৪

আয়কর দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা

আয়কর দিবস উপলক্ষে কর অঞ্চল সিলেটের উদ্যোগে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় শহরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি হাউজিং এস্টেট কর কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শুরুর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন সিলেটের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। এ সময় আয়কর কর্মকর্তা-কর্মচারী, আয়কর আইনজীবী সমিতি, সাংবাদিক, স্কাউট, রোভার স্কাউট, বিএনসিসি ও পুলিশের ব্যান্ডদল অংশ নেয়।

আয়কর দিবস উপলক্ষে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সেবা গ্রহীতাদের সেবা দেওয়া হবে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত কর কমিশনার তোহিদুল ইসলাম।

এছাড়া, গত ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সেবা সপ্তাহ উপলক্ষে সিলেট কর অঞ্চলের ২২টি সার্কেলে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা গ্রহীতাদের সেবা দেওয়া হয়েছে বলেও জানান উপ-কর কমিশনার কাজল সিংহ।

আপনার মন্তব্য

আলোচিত