সিলেটটুডে ডেস্ক

২০ জানুয়ারি, ২০১৮ ০০:৫৯

সিলেটে নানা আয়োজনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

সিলেটে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী।

সিলেট জেলা বিএনপি: এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট জেলা বিএনপি। শুক্রবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজি প্রাঙ্গনে জেলা বিএনপি ঘোষিত দুইদিনের কর্মসুচীর প্রথম দিনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মাহফিলে মহান জিয়াউর রহমানের রুহের মাগফেরারত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে প্রয়াত আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান, সাবেক এমপি খন্দকার আব্দুল মালিক, সাবেক এমপি লুৎফুর রহমান, সাবেক এমপি বেগম ফাতেমা চৌধুরী, জেলার সাবেক সভাপতি এডভোকেট শহীদ আলী, প্রয়াত বিএনপি নেতা ফতেহ ইউনুস খান ও রফিকুল ইসলাম শিশু সহ মরহুম জেলা বিএনপির সকল নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম ও হাজী শাহাব উদ্দিন, মহানগর সহ-সভাপতি মুফতী বদরুন নুর সায়েক, জেলা উপদেষ্ঠা শহীদ আহমদ চেয়ারম্যান ও অধ্যাপক আব্দুল মুমিন পারভেজ, জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী ও মো: মঈনুল হক, কোষাধ্যক্ষ ডা: আরিফ আহমদ রিফা, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট মো: ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দির জায়গীরদার, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, মৎস্য বিষয়ক সম্পাদক আলী আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও মুরাদ হোসেন, সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক ও দিদার ইবনে তাহের লস্কর, সহ-প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল আলী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল লতিফ খান, সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সহ-শিশু বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন- খোকন ইসলাম, কামরুজ্জামান দীপু, আব্দুল্লাহ আল মামুন সামুন, শফিকুর রহমান টুটুল, হাসান মঈনুদ্দিন আহমদ, জয়নাল আবেদীন রানু, জমির উদ্দিন, আকবর আলী, জহির উদ্দিন, আব্দুল আহাদ, শাহ আব্দুল মুকিত, মঈনুদ্দিন, সালাহ উদ্দিন রিমন, আব্দুর রহমান তাইজুল, জাকির আহমদ, শহীদ রেজা, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, আমির হোসেন, মোজাম্মেল আলম সাদ্দাম, ইলিয়াছ মিয়া, জুয়েল আহমদ, সাইদুল ইসলাম, জৈনুদ্দিন, ওসমান গনি, আলী আহমদ আলম, শিহাব খান, সোহেল ইবনে রাজা, মাসুম পারভেজ, আব্দুস সালাম, মিজানুর রহমান মিজান, রেদওয়ান আহমদ হাসান, সেলিম আহমদ, সালাম আহমদ, হাবিবুর রহমান হাবিব, হাফিজুর রশীদ, শহীদুল ইসলাম কোরেশী, আশরাফ উদ্দিন, মকসুদ আলম, ফখরুল ইসলাম, সৈয়দ শামসুল ইসলাম, জুনেদ আহমদ, কামরুজ্জামান কামরুল ও সৈয়দ মিনহাজ প্রমুখ।
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল: জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (১৯ জানুয়ারি) বাদ জুমআ নগরীর শিবগঞ্জ হাতেম আলী জামে মসজিদে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক দিনার খান হাসু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি মিফতাউল কবির মিফতা, মহানগর ছাত্রদলের সহ সভাপতি জেল আহমদ চৌধুরী, জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সহ সভাপতি তছির আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সাজু, ২০নং ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন কয়ছর, শাহপরাণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, পারভেজ আহমদ, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বদল আজাদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ সুহেল, জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আখতার, বেল আহমদ, জেলা ছাত্রদলের কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইমরানুল ইসলাম জাসিম, জেলা ছাত্রদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুল আমিন, সদস্য নুল ইসলাম হুল, আব্দুল মুকিত মুকুল, এম.সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার হোসেইন, জেলা ছাত্রদলের সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজন আহমদ খান, মহানগর ছাত্রদলের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন, শেখ শাহান তালুকদার, এইউ রানা, সেলিম আহমদ সাগর, মনির হোসেন, মিয়া মোহাম্মদ উজ্জল, মাহিন আহমদ সোহান, ফখল ইসলাম, পাপলু আহমদ, মেহেদি হাসান রনি, লিজু আহমদ, বেলাল আহমদ, শাকিল আহমদ, মিনহাজ উদ্দিন, রাসেল আহমদ, আব্দুল্লাহ আল ইমরান প্রমুখ।

জেলা ও মহানগর ছাত্রদল: জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (১৯ জানুয়ারি) বাদ আছর নগরীর হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, জেলা ছাত্রদলের সহ সভাপতি কামজ্জামান দিপু, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওসমান গণী, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর আলী, মইনুদ্দিন  মইন, মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খান, সেলিম মিয়া, রহমত হোসেন রকিব, মিটু কাপালী, আব্দুল আজিজ, মুক্তার আহমদ মুক্তার, আফজল হোসেন, মাহবুবুল আলম সৌরভ, সাইদুর রহমান সাঈদ, বেলাল আহমদ, মুহিবুর রহমান, চৌধুরী সোবহান আজাদ, কামরান উদ্দিন অপু, রেজোয়ান আহমদ লাবিব, ইমন আহমদ, দ, সানোয়ার হোসেন সজীব, নবেল হোসেন সাহিম, তারেক আহমদ, ইমরান হোসেন, জামিল আহম নোমান আহমদ, তুহিন ইসলাম প্রমুখ।

ছাত্রদল: জিয়াউর রহমান বীরউত্তম‘র ৮২ তম জন্মবাষির্কীতে কেক কেটে উদযাপন করলো সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। শুক্রবার বাদ জুম্মা নগরীর একটি অভিজাত হোটেলে জন্মদিন পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের ১ম সহ সভাপতি ও জেলা বিএনপির সদস্য চৌধুরী মোহাম্মদ সুহেল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কায়সান মাহমুদ সুমন, শাফায়েত হোসেন সাজ্জাদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক  এম এ হাসান, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল রহিম মতছির,রেজাউল ইসলাম টুটুল, হেলিম খান মাসুদ, মকসুদুল করিম ইমন, সাগার সেন, জাবেদ আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেহেরাজ ভূইয়া পলাশ, জেলা ও মহানগর ছাত্রদলের সদস্য রকিবুল ইসলাম হারুন, আশরাফুল তালুকদার, রুমন আহমদ, সামী ছাদিক, শিবলুজ্জামান, সাজিদুল ইসলাম সাজু, তাজুল ইসলাম তাজ, আমিনুর রশিদ, তরিকুল ইসলাম নয়ন, চুনু খান, রিপন আহমদ, আবুল কালাম বাবলা, ওমর ফারুক সোহাগ, শেখ সাদ্দাম হোসেন, মুহিন আহমদ, প্রিন্স খান, জয়নাল আবেদীন রাহেল, রাশেদ চৌধুরী, খালেদ মাহমুদ সাইফুল্লাহ, রবিউল আউয়াল শিবলু, পারভেজ আহমদ, পারভেজ আহমদ আলম, মঈনুল ইসলাম, রুহেল আহমদ, ফাহিম উদ্দিন সবুজ, শেখ জহিরুল ইসলাম জুয়েল, সুবেদ খান, ফিরুজ খান কুটি, শাহরিয়ার আহমদ সুমন, জুবায়ের আহমদ, মাহি খান, শাহ মাহফুজ, তাহমিদ আহমদ, রিদমান ফরহাদ, আরিয়ান খান রকি, রাব্বি তালুকদার, আরিয়ান হোসেন, শাকিব আহমদ, সাব্বির হোসাইন, রাহেল আহমদ লিটন, জুনেল আহমদ, মাহি চৌধুরী, আরিফ হোসেন, আসিফ আরমান, রাজা আহমদ প্রমুখ। 

আপনার মন্তব্য

আলোচিত