এমসি কলেজ প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:৫৭

বৃহস্পতিবার মোহনার বসন্ত উৎসব

টানা ষষ্ঠবারের মতো ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে (এমসি) আয়োজিত হতে যাচ্ছে বসন্ত বরণ উৎসবের।

বৃহস্পতিবার(১৫ই ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রারা মধ্য দিয়ে প্রতিবারের মতো এবারও 'মোহনা বসন্ত উৎসব-১৪২৪' শুরু হবে দিনব্যাপী উদযাপনের কার্যক্রম।

২০১৩ সাল থেকে নিয়মিত বসন্ত উৎসবের আয়োজন করা এমসি কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠন সভাপতি এনাম উদ্দিন জানিয়েছেন, এবারের পহেলা ফাল্গুনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ২রা ফাল্গুন সরকারী ছুটি থাকায় আমাদের এবারের উৎসবটি পিছিয়ে ৩রা ফাল্গুন করা হচ্ছে।

সকাল দশটায় শুরু হওয়া বসন্ত উৎসবটি চলবে বিকাল ৪টা পর্যন্ত। অনুষ্ঠানমালায় রয়েছে একক, দ্বৈত ও দলীয় সংগীত, গীতিনৃত্য, দলীয় নৃত্য, ফিউশনধর্মী নৃত্য, টকশো, কৌতুক, খণ্ড নাটক, আঞ্চলিক বিতর্ক, বিশেষ কোরিওগ্রাফি, ফ্যাশন শো এবং কলেজের সহযোগী সংগঠনগুলোর পরিবেশনা।

প্রতিবারের মতো কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি সিলেটের সংস্কৃতিপ্রেমীদের মোহনা বসন্ত উৎসবটি উপভোগ করার জন্য স্ব-বান্ধব আমন্ত্রণ জানিয়েছেন মোহনা সাংস্কৃতিক সংগঠন সভাপতি এনাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আজাদ মিয়া।

আপনার মন্তব্য

আলোচিত