সিলেটটুডে ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:০০

যুবদল নেতা শাহীন কারাগারে

সিলেট জেলা যুবদল নেতা, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সদস্য কামরুল হাসান শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে ২০১৪ সালের রাজনৈতিক বিবেচনায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় জামিন নিতে যান কামরুল হাসান শাহীন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। বিকেলে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে কামরুল হাসান শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, রাজপথের সক্রিয় যুবদল নেতা ও সাবেক ছাত্রদল নেতা কামরুল হাসান শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশনায় আমরা মর্মাহত।

নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, আদালতকে ব্যবহার করে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের উপর সরকার জুলুম-নিপীড়ন চালাচ্ছে।

তারা দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ কামরুল হাসান শাহীনের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত