মাধবপুর প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:১২

মাধবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন

হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজারের সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নোয়াপাড়া সৈয়দ সঈদউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন।

সৈয়দ সঈদউদ্দিন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বীজেন পালের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ মো. শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. শাহজাহান ফকির, ডা. আব্দুল মান্নান, কাজী মো. হাফিজুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মাওলানা আলী আহাম্মদ, মাওলানা আবুল কালাম, ফজলুর রহমান, সুমন চৌধুরী, শ্যামল দেব, মাওলানা জাহের উদ্দিন, মোস্তফা কামাল বাবুল প্রমুখ।

প্রথম দিন প্রায় ২ হাজার লোককে চিকিৎসা দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত