ছাতক প্রতিনিধি

০৫ মার্চ, ২০১৮ ২১:৫৯

জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে গোবিন্দগঞ্জ কলেজে মানববন্ধন

বিশিষ্ট শিক্ষাবিদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫মার্চ) কলেজের সামনে মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, সহকারী অধ্যাপক জান্নাত আরা খান, রমেন্দু বিকাশ দে, সুধাংশু চন্দ, রতিলাাল রায়, রফিকুল ইসলাম, কৃপাসিন্ধু দাস, নিখিল রঞ্জন দাস, আমিন উদ্দিন, তপন কুমার, সঞ্জিৎ নারায়ণ চৌধুরী, নজরুল ইসলাম, আবুল হাসনাত, প্লাবনী মণ্ডল, মরিয়ম মুক্তা, সামিনা নবী, আয়াস উদ্দিন, অফিস সহকারী মো. আব্দুস শহীদ, রাখাল বাবু প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অধ্যক্ষ সুজাত আলী রফিক ও সহকারী অধ্যাপক জান্নাত আরা খান পান্না।

এসময় বক্তারা বলেন স্বাধীনতার মাসে একজন প্রগতিশীল ব্যক্তি বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলা মানে বাংলাদেশের উপর হামলা। জাফর ইকবালের উপর যে হামলা চালানো হয়েছে তা ব্যক্তির উপর নয় মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ আর অসাম্প্রদায়িক চেতনার ওপর হামলা করা হয়েছে। যে বা যারা এই হামলার পরিচালনা করেছে তাদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত