হবিগঞ্জ প্রতিনিধি

০৫ মার্চ, ২০১৮ ২২:৩৫

হবিগঞ্জ পৌর এলাকার উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র

শহরের মোহনপুর, পিটিটিআই এলাকা ও খোয়াই মুখ এলাকায় চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ।

সোমবার (৫ মার্চ) দুপুরে হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প ‘ইউজিপ-৩’ এবং বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপম্যান্ট ফান্ড ‘বিএমডিএফ’-এর আওতায় পরিচালিত উন্নয়ন কার্যক্রম দেখতে এ সকল এলাকা সফর করেন পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ।

মেয়র প্রথমে মোহনপুর এলাকার ইউজিপ-৩ এর রাস্তা ও ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করেন। পরে মেয়র পিটিটিআই এর পার্শ্ববর্তী বড় ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করেন। এ ড্রেনটি নির্মিত হচ্ছে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপম্যান্ট ফান্ড ‘বিএমডিএফ’-এর আওতায়। এ ড্রেন নির্মাণকাজ বাস্তবায়িত হলে ডাকঘর এলাকা, পানি ট্যাংক এলাকাসহ ৫ ও ৩ নং ওয়ার্ডের এক বড় অংশের পানি নিষ্কাশন ত্বরান্বিত হবে।

পিটিটিআই পরিদর্শনের পর মেয়র খোয়াইমূখ বাঁশবাজার এলাকায় ইউজিপ-৩ এর রাস্তা নির্মাণকাজ পরিদর্শন করেন।

পৌরএলাকার উন্নয়ন কাজগুলো পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর মো. আলমগীর, মোহাম্মদ জুনায়েদ মিয়া, ইউজিপ-৩ এর মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার মোঃ মোজাহিদুর রহমান, সহকারী প্রকৌশলী নিরুপম দেব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য

আলোচিত