সিলেটটুডে ডেস্ক

০৫ মার্চ, ২০১৮ ২২:৫১

হাতে জাফর ইকবালের বই নিয়ে হামলার প্রতিবাদ

হাতে জাফর ইকবালের লেখা বই নিয়ে বরেণ্য এই লেখকের উপর হামলার প্রতিবাদ জানালো শিশু কিশোরদের সংগঠন ঊষা। সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করে জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ জানায় সংগঠনের শিশু-কিশোররা। এতে সিলেটের বিভিন্ন শ্রেণীর নাগরিকরাও অংশ নেয়।

মানববন্ধনে অংশ নেওয়া সবার হাতে ছিলো জাফর ইকবালের একটি করে বই। লেখালেখির কারণে হামলার শিকার হওয়া জাফর ইকবালের বই আরো বেশি বেশি পড়ার ঘোষণা দেয় শিশু-কিশোররা।

মানববন্ধন কমর্মসূচীতে শিশু-কিশোরদের সাথে অংশ নেন মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অম্বরীষ দত্ত, শামসুল অালম সেলিম, এনামুল মুনির, প্রভাষক শাহেদ অাহমেদ, প্রভাষক পান্না জান্নাত, লেখক অপূর্ব শর্মা, সজল সরকার, সাংবাদিক দেবাশীষ দেবু, সংস্কৃিতকর্মী ইন্দ্রানী দাস, নাজিকুল রানা, অদিতি দাস, অসিম সরকার, জাহাঙ্গির অাহমেদ সরকার, উত্তম কাব্যসহ ঊষা'র পরিচালক তমিস্রা তিথিসহ ঊষা'র সকল সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত