বিশ্বনাথ প্রতিনিধি

০৬ মে, ২০১৮ ০২:৫৩

নৌকায় আস্থা রাখুন, ঠকবেন না: প্রতিমন্ত্রী মান্নান

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, আপনাদের সকল দাবি দাওয়া পূরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ এগিয়ে গেছে, শতভাগ শিক্ষা ও শিক্ষা-প্রতিষ্ঠানের উন্নয়ন করা হচ্ছে। দেশের সকল জায়গার মতো ভূরকী মাদ্রাসায়ও একাডেমী ভবন দেওয়া হবে।

বিএনপি-জামায়াতের মতো যেনে শুনে আ’লীগ ধর্মের নামে কখনও ব্যবসা করেনি, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়নি, এবং নিবেও না। কারণ আ’লীগ সরকার জনগণের সরকার অসাম্প্রদায়িক সরকার। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে। তাই আগামী ডিসেম্বরের মধ্যে মন্ত্রিত্ব ছাড়তে হবে, যেতে হবে জনগণের দ্বারে দ্বারে। তবে, কথা দিচ্ছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় আস্থা রাখুন, আপনারা ঠকবেন না। কেননা বিএনপি-জামায়াতের মত বন্দুকের নলের মাধ্যমে আ’লীগের জন্ম হয়নি। আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়েই কাজ করছে সেই ৭১’সাল থেকে।

শনিবার (০৫মে) বিকেলে সিলেটের বিশ্বনাথের ভূরকী হাবিবীয়া হাফিাজিয়া দাখিল মাদ্রাসায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ছয়ফুল আলমের উপস্থাপনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক এমপি ও সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহীদ আলী, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, বিশ্বনাথ উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সদস্য আফরোজ বক্ত খোকন, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলী।

এরআগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ মো. মিজানুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মোওলানা হুসাইন মো. আরজ আলী, শিক্ষক হাফিজ মৌলানা শফিকুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আপ্তাব উদ্দিন মাস্টার, ডা. শানুর হোসাইন, জসিম উদ্দিন, এনামুল হক এনাম মেম্বার, আবদুর রব, আবু বক্কর ফয়ছল, শামছুদ্দিন, আবদুল মজিদ, মখছুছ মিয়া মেম্বার, সৎপুর কামিল মাদ্রাসার শিক্ষক ছালিক মিয়া, পিএমসি একাডেমির প্রধান শিক্ষক সাধন চন্দ্র তালুকদার, রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক রাসেল মিয়া, মাসুক মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা সমর মিয়া, শামছুদ্দিন, ছৈদ উল্লাহ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আকমল হোসেন, ছাত্রলীগ নেতা রায়হান আহমদ, আশরাফ উদ্দিন, মিজানুর রহমান, সৌরভ, আবুল কাশেম নোমান, আরজ আলী, সাব্বির বখত মুন্না প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত