সিলেটটুডে ডেস্ক

০৬ মে, ২০১৮ ০৪:০৮

ইতিহাস বিকৃতিকারীদের বিচার হচ্ছে: কামরান

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র, বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, দেশে ইতিহাস বিকৃতকারীদের বিচার হচ্ছে। যড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের নাম মুছে ফেলতে চেয়েছিল। বাংলার মানুষ আজ তাদেরকে তিরস্কার দিচ্ছে। জাতির জনকের কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে ধাপে ধাপে যুদ্ধাপরাধীসহ বঙ্গবন্ধু’র খুনিদের বিচার হয়েছে।

শনিবার নগরীর একটি হোটেলের সেমিনার কক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা ও মহানগর শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এক কথা গুলো বলেন তিনি।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় উপদেষ্টা বদর উদ্দিন আহমদ কামরান সংঘটনটির নেতা-কর্মীদের নুতন প্রজন্মের কাছে যেতে হবে উল্লেখ বলেন, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সবার কাছে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নেতা কর্মীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের উচ্চ পর্যায়ে যেতে হবে। জাতির জনকের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে নতুন প্রজন্মকে।

সংগঠনের জেলা সভাপতি মিলাদ নুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হক মোহাম্মদ সোপান ও নগর শাখার সাধারণ সম্পাদক এস. এম. সাজিদুর রহমান শামশুদ্দোহার পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির আইন বিভাগের প্রধান অধ্যাপক হুমায়ুন কবির।

বিশেষ বক্তা ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল লতিফ নুতন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর শাখার সভাপতি জুবায়ের আহমদ।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক হুমায়ুন কবির বলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অনেক সুনাম রয়েছে। এক সময়ে আমিও এ সংগঠনের সাথে জড়িত ছিলাম। জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনার ভিশন ২০/২১ বাস্তবায়নে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নেতা-কর্মীদের এক যুগে কাজ নিরলস ভাবে কাজ করতে হবে।

এছাড়া বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সিলেট জেলা শাখার সহ সভাপতি জুবের আহমদ রুকন, শেখ সুহেল আহমদ, শেখ সাদিকুর রহমান, সুমন আহমদ জীবন, খালেদ মাহমুদ ভূঁইয়া সুজন, মুন্নি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রাবেল রাহি, আশরাফুল হক, মৈনাক চক্রবর্তী, জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক তানিয়া জাহান বিদ্যুৎ, মহানগর শাখার সহ সভাপতি এনামুল ইসলাম অপু, ফজলে রাব্বী, খায়রুল ইসলাম জুবেল, ওমর ফারুক সিদ্দিকী, বাবুল কুমার চন্দ, সঞ্জিব কর উত্তম, তৌহিদুল ইসলাম সুহেল, মুহিবুর রহমান সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক ওলিউর রহমান, রুবেল চৌধুরী, আব্দুন নুর, মুরাদ আহমদ, আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাবনাজ সুলতানা এ্যানী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত