সিলেটটুডে ডেস্ক

০৬ মে, ২০১৮ ০৪:১৮

জগন্নাথপুরের আহবাব সর্বাধিক ভোটে বৃটেনের কাউন্সিলর নির্বাচিত

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচনে সর্বাধিক ভোটে বৃটেনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জগন্নাথপুরের আহবাব হোসেইন।

বাঙ্গালী অধ্যুষিত বেথনাল গ্রীণ ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন লন্ডনের স্থানীয় রাজনীতিতে পরিচিত আহবাব হোসেইন।

টাওয়ার হ্যামলেটসের ২০টি ওয়ার্ডের ৪৫ জন নির্বাচিত কাউন্সিলরের মধ্যে তিনি পেয়েছেন সর্বোচ্চ ২৯১৬ ভোট।

এই ওয়ার্ডে পুনরায় নির্বাচিত হয়েছেন, বারবার নির্বাচিত কাউন্সিলর, বর্তমান ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৮৩০) এবং নতুন নির্বাচিত মেকুলিয়ান ইভা (প্রাপ্ত ভোট ২৮১৬)।

জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রাম নিবাসী ও বর্তমানে সিলেট নগরীর আখালিয়া নোয়াপাড়ার বাসিন্দা, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও বর্তমানে বেথনালগ্রীণ বায়তুল আমান মসজিদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আহবাব হোসেইন ৪ ভাই ও ২ বোনের মধ্যে সবার বড়।

এদিকে, প্রভাকরপুর গ্রামের আরেক কৃতিসন্তান বাংলাদেশে সাবেক বৃটিশ হাইকমিশনার ও বর্তমানে বৃটিশ শাসিত কেইম্যান আইল্যান্ডের গভর্নর আনোয়ার চৌধুরীর পর তিনিই ওই গ্রামের অধিবাসী হিসেবে বৃটেনে চমক দেখালেন।


আপনার মন্তব্য

আলোচিত