গোলাপগঞ্জ প্রতিনিধি

১০ মে, ২০১৮ ০০:৩১

মায়ের ‘চিকিৎসার টাকা সংগ্রহে’ আসা শিশুদের অভিভাবকের কাছে হস্তান্তর

সিলেটের গোলাপগঞ্জে পুলিশের হেফাজতে থাকা বড়লেখার ৪ শিশুকে অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ।

বুধবার (৯ মে) ভোররাতে শিশুদের তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলি বলেন, তাদের মা অসুস্থ এটা ঠিক, কিন্তু ভিক্ষে করে টাকা তুলার জন্য মা-বাবা তাদের বলেনি।

বিয়ানীবাজার থেকে চন্দরপুর-শিকপুর সেতু দিয়ে তারা ঢাকাদক্ষিণে আসে বলে জানিয়েছে। তবে স্পষ্ট করে আসার বিষয়ে শিশুরা বলতে পারেনি। তাদের কেউ নিয়ে এসেছে কি-না জিজ্ঞেস করা হলে তারা ‘না’ বলেছে বলেও জানান ফজলুল হক।

উল্লেখ্য, ‘মায়ের চিকিৎসার টাকা সংগ্রহে’ গোলাপগঞ্জে ভিক্ষে করতে আসা বড়লেখার ৪ শিশুকে মঙ্গলবার (৮ মে) রাত ৯টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে বিভিন্ন স্থানে ভিক্ষে করতে দেখে স্থানীয়রা তাদের পুলিশের হেফাজতে দেয়।

শিশুরা হলো- বড়লেখা উপজেলার জফরপুর গ্রামের জিয়া উদ্দীনের দুই মেয়ে ইমা বেগম (১০) ও সানজিদা বেগম (৬)। অপর দুই শিশু একই গ্রামের আব্দুল মন্নানের সন্তান সাদিয়া বেগম (৭) ও মাহাবুব আহমদ (৬)। এই চার শিশু বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলেও জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত