ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

১১ মে, ২০১৮ ০১:০৭

ফেঞ্চুগঞ্জে যুব-সংঘ মেধা বৃত্তি বিতরণ সম্পন্ন

সিলেটের ফেঞ্চুগঞ্জে যুব-সংঘ মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ মে) বিকালে উপজেলা ভিত্তিক স্কুল ও মাদ্রাসা সপ্তম শ্রেণীর মেধা বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান।

ফেঞ্চুগঞ্জ যুব-সংঘের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেধা বৃত্তি বিতরণী অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ যুব-সংঘের সভাপতি রাজু আহমদ রাজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান বলেন, ছাত্রছাত্রীর মেধা বিকাশে প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী ছাত্রছাত্রীরা কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পুরস্কৃত হলে লেখাপড়ার প্রতি আরো বেশী উৎসাহিত হয়ে উঠবে। শিক্ষার উন্নয়নে সামাজিক দায়বদ্ধতা থেকে ফেঞ্চুগঞ্জ যুব-সংঘ যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে।

শিক্ষা ও সাহিত্য সম্পাদক সৈয়দ তায়েফুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাহমুদ উস সামাদ-ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান-১ মো. শহিদুর রহমান রোমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হুদা, কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহাদুজ্জামান, সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিত, চণ্ডী প্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন চন্দ্র দেব, মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম শাহ, নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান চিনু, সাংবাদিক মামুনুর রশীদ, গণকবি মফজ্জ্বিল আলী, ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী চম্পক দেব, শিক্ষানুরাগী জয়ফুর রহমান পারভেজ, যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ আমিনুল ইসলাম মুকুল প্রবীণ ফটো সাংবাদিক কামাল হোসেন বাঙালি।

সভায় বক্তব্য রাখেন, নাট্যকর্মী কামাল আহমেদ, সমাজকর্মী নজমুল খান, সৈয়দ সামছুল আলম বাচ্চু। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ যুব-সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম রায়হান।

উপজেলা ভিত্তিক স্কুল ও মাদ্রাসা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে মেধা বৃত্তি বিতরণ করা হয়। ফেঞ্চুগঞ্জে কৃতি সন্তান সৈয়দা ইব্বি”র আর্থিক সহায়তায় চলতি বছরে সপ্তম শ্রেণীর পাশাপাশি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে মেধা বৃত্তি প্রদান করা হবে বলে সভায় ঘোষণা দেন ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজা।

আপনার মন্তব্য

আলোচিত