নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০১৮ ১৮:৪১

কানাইঘাটে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে আ’লীগ নেতা নিহত

সিলেটের কানাইঘাটে একটি মসজিদে ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গোসাইনপুর গ্রামের পর এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোসাইপুর জামে মসজিদে রমজান মাসে তারাবির নামাজ পড়ানোর জন্য ইমাম নিয়োগকে কেন্দ্র কওে গ্রামের দুইপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। ইমাম নিয়োগ নিয়ে গ্রামের আওয়ামী লীগ ও জামায়াত সমর্থক দুটি গ্রুপ বিপরীতমুখী অবস্থান নেয়। শুক্রবার জুমার নামাজের পর এ নিয়ে কথাকাটাকাটির জেরে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে।

 সংঘর্ষে মোহাম্মদ আলী নিহত হন। তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতা বলে জানা গেছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত