নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০১৮ ১৮:৪৭

সিলেটে আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণসহ শিলাবৃষ্টি হতে পারে

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কিছু কিছু এলাকায় হালকা থেকে ভারী বর্ষণসহ শিলাবৃষ্টি সবার সম্ভাবনা আছে।

দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সেই সাথে আকাশ অস্থায়ী ভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেটে আজ শুক্রবার (১১ মে) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিলো ৯১ শতাংশ যা সন্ধ্যা ৬টায় ৭০ শতাংশে নেমে আসে।

এছাড়া আজ (শুক্রবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং গতকাল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আগামীকাল (শনিবার) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে।

আপনার মন্তব্য

আলোচিত