গোলাপগঞ্জ প্রতিনিধি

১২ মে, ২০১৮ ১৩:০২

গোলাপগঞ্জে প্রস্তাবিত স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

সিলেটের গোলাপগঞ্জে প্রস্তাবিত স্টেডিয়াম নির্মাণের দাবি বাস্তবায়নের লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মে) দুপুর ২ টায় গোলাপগঞ্জবাসীর উদ্যোগে উপজেলার একমাইল নামক স্থানে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন।

সাংবাদিক ইমরান আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নব-নির্বাচিত সভাপতি বদরুল ইসলাম জামাল, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সহ- সাধারণ সম্পাদক মনসুর আহমদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য শেখ কামরুজ্জামান কামরুল, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফজল হুসাইন রফি, আওয়ামীলীগ নেতা হোসেন আহমদ খোকা, আমুড়া ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য খলিলুর রহমান, বর্তমান সদস্য আমান উদ্দিন আমান, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, গোলাপগঞ্জ উপজেলা তাতীলীগের যুগ্ম আহবায়ক আলী হোসেন, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আফজল হুসাইন সোহেল, ওসমানী স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক এস ইউ শিপলু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরব্বি নুর মাষ্টার, জিলু মিয়া, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য হুসাইন আহমদ, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সদস্য রেজাউল ইসলাম রেজা, জাবেদ মাহমুদ, আনোয়ার মাসুম, হুমায়ুন শাহজাহান, আমুড়া ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য আং খালিক, ফখরুল ইসলাম মাতাব, আজমির হোসেন রাসেল, আফজল আহমদ ময়না মিয়া, গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের সদস্য কামিল আহমদ তালুকদার, ডি এইচ মান্না, ধারাবহর একমাইল খাদিমুল কুরআন পরিষদের সহ সভাপতি জাবের আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৮২ সালে তৎকালিক এরশাদ সরকারের আমলে ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ৩ একর ১২ শতক জায়গার স্টেডিয়ামের জন্য দেওয়া হয়। ৩ যুগ পরেও এখনো স্টেডিয়ামটি পূর্ণরূপ পায়নি। স্টেডিয়ামের জায়গাটি এখনো অযত্ন অবহেলায় পরে রয়েছে। বর্তমান সরকারের উদ্যোগে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। সরকারের এই মহতী উদ্যোগ থেকে গোলাপগঞ্জবাসীর যাতে বঞ্চিত না হয় এজন্য উপজেলার একমাত্র স্টেডিয়ামটি পুনঃ সংস্কার গোলাপগঞ্জবাসীর প্রাণের দাবীতে পরিণত হয়েছে। বক্তারা এই স্টেডিয়ামটি পুনঃ সংস্কার কাজ শুরু করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত