গোয়াইনঘাট প্রতিনিধি

১২ মে, ২০১৮ ১৮:৫৩

গোয়াইনঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাটে গোয়াইন নদী চেঙ্গেরখালে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১২ মে) বিকেল ৪টায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলনকারীদের একটি নৌকা আটক করেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস। এ সময় অবৈধ বালু উত্তোলনকারী নৌকা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস জানান, গোয়াইন নদী চেঙ্গেরখালে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে একজন নৌকা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ধরণের কর্মকাণ্ড অব্যাহত থাকলে ভবিষ্যতেও অনুরূপ অভিযান অব্যাহত থাকে।

অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. রজিউল্লাহ খান, ইউপি চেয়ারম্যান এস. কামরুল হাসান আমিরুল, তহশিলদার আলিম উদ্দিন ও পুলিশ সদস্য।

উল্লেখ্য, গোয়াইন নদী চেঙ্গেরখাল এলাকায় একটি মহল দীর্ঘদিন থেকে ড্রেজার মেশিন লাগিয়ে বালু লোপাট করে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত