বড়লেখা প্রতিনিধি

১৩ মে, ২০১৮ ২০:০০

বড়লেখায় রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের ১৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় ১৬৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল।

রোববার (১৩ মে) স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ২০১৭ সালের পিইসি, জেএসসি এবং ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক দিলীপ কুমার দত্ত।

স্কুলের শিক্ষক মো. জায়েদুর রহমান, বিজয় ভূষণ দাস ও শাহনাজ সুলতানা পপির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পংকজ কুমার দাস, স্কুল সঙ্গীতের রচয়িতা গীতিকার ও সুরকার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কৃতী শিক্ষার্থীর অভিভাবক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তী, সাবেক উপাধ্যক্ষ সুভাষ দেব নাথ, স্কুল পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য জয়নাল আবেদীন, অভিভাবক সদস্য শামীম আহমদ, স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মসরুর আলম চৌধুরীর, কৃতী শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ শাহজাহান, শিক্ষকদের পক্ষে উমা দেবী, অভিভাবক মো. মুরাদ মালিক, এমএ শহীদ খান, মো. বদরুল ইসলাম, স্কাউটের ইউনিট লিডার ডা. আ.হ.ম.জুনায়েদ সিদ্দিকী, শিক্ষার্থী তাছকিয়া খানম, নাফিসা ইসলাম, রাহাত এহসানুল খালিক, রওশন মরিয়ম তুলি প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক। অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য মসরুর আলম চৌধুরীর সম্পাদিত স্মারক ম্যাগাজিন হিজল-করচ এর মোড়ক উন্মোচন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত