
২৭ জুন, ২০১৫ ১৯:২২
জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মোঃ শাহাব উদ্দিন বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, কেউই দেশের উন্নয়নকে রুখে দাঁড়াতে পারবে না। আওয়ামীলীগ সরকার গঠনের পর থেকেই শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন মন্ত্রনালয়ের মাধ্যমে দেশব্যাপী স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহন করায় দেশে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, বিদেশে চাল রফতানি করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ সহ বিভিন্ন ক্ষেত্রে আওয়ামলীগ সরকারের সফলতা দেশ-বিদেশে প্রশংসা পাচ্ছে। শেখ হাসিনার রাজনীতি হচ্ছে জনগনের কল্যানের রাজনীতি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে।’
তিনি শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের উপর বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
হুইপ ২০১৫-১৬ অর্থবছরের বাজেটকে যুগোপযোগী উল্লেখ করে বলেন, অনেকে এ বাজেটকে উচ্চাভিলাষী, ঘাটতি বাজেট বলে মন্তব্য করেছেন তাদেরকে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট বাস্তবায়নের দিকে দৃষ্টি দেয়ার আহবান জানান। ২০১৪ সালের জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত বিএনপি-জামাত জোট অরাজকতা পরিবেশ সৃষ্টি করে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করা সহ অর্থনীতিতে স্থবিরতা দেখা যাওয়ায় একশত ভাগ বাজেট বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে ঐ বাজেটে প্রবৃদ্ধির হার ৭% ধরা হয়েছিল, আমরা তার কাছাকাছি চলে গিয়েছিলাম। বিএনপি-জামাত জোট অরাজকতা সৃষ্টি না করলে আমার শতভাগ বাজেট বাস্তবায়ন করতে পারতাম। আমরা আশা করি ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বাস্তবায়ন করতে পারব। এ বাজেট উন্নয়নের বাজেট হয়েছে বলে আমি মনে করি। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অবশ্যই কাংখিত লক্ষ্যে পৌঁছে যাবে।’
হুইপ শাহাব উদ্দিন আরো বলেন, ‘আজকের বিশ্বে অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ ও সঠিক নির্দেশনায় অর্থমন্ত্রীর দক্ষতায় আমাদের অর্থনীতি আজ একটি সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়েছে। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার জন্য ২০২১ রুপকল্প ঘোষনা করে দেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করার ঘোষনা দিয়েছিলেন। এর ধারাবাহিকতা দেশকে মধ্যম আয়ের দেশের উন্নতি করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। যারা এক সময় আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলো, আজ তাদের মূখে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রসংশায় পঞ্চমুখ। বর্তমানে বৈদিশিক মুদ্রার রির্জাভ ২৫ বিলিয়ন মার্কিন ডলার, বাজেটের সময় অর্থমন্ত্রী বলেছিলেন ২৪ হাজার মার্কিন বিলিয়ন ডলার ছিল। জনগনের মাথাপিছু আয় ১৩১৪ ডলারে দাঁড়িয়েছে অথচ বিএনপি-জামাত জোট সরকারের সময় ৫৪০ ডলার ছিল।’
বাজেট বক্তৃতায় হুইপ মোঃ শাহাব উদ্দিন বন্ধ থাকা বড়লেখা, জুড়ী, কুলাউড়া ও বিয়ানীবাজার উপজেলার ১৫ লক্ষ লোকের প্রাণের দাবী কুলাউড়া-শাহবাজপুর রেল লাইন সংস্কার কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
তিনি প্রস্তাবিত বাজেটে এলাকায় নতুন নতুন রাস্তা ঘাট নির্মানের জন্য সংসদ সদস্যদের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ সহ মুক্তিযোদ্ধাদের ভাতা একই হারে প্রদান, সঞ্চয়পত্রের সুদের হার পূর্বের মতো বলবৎ, সিগারেট, তামাক ও তামাকজাত দ্রব্যেও উপর আরো করারোপ বৃদ্ধি সহ স্কুল- কলেজকে এমপিও ভূক্তির দাবী জানান।
আপনার মন্তব্য