
২৭ জুন, ২০১৫ ২৩:০২
সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলীতে দুই বাসের চাপায় এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কদমতলী ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক মঈন উদ্দিন (৪০) গোলাপগঞ্জ উপজেলার বারকুট গ্রামের বাসিন্দা। আহত দুই যাত্রীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- কদমতলী ওভারব্রিজের নিচে চালক সিএনজি অটোরিকশা ঘুরানোর সময় দুইটি বাস চাপা দেয়। বাস দুইটির চাপায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
এতে অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক চালক মঈনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাস দুইটি ভাঙচুর করেন।
আপনার মন্তব্য