নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০১৫ ২৩:০২

কদমতলীতে দুই বাসের চাপায় অটোরিকশা চালক নিহত

সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলীতে দুই বাসের চাপায় এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কদমতলী ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক মঈন উদ্দিন (৪০) গোলাপগঞ্জ উপজেলার বারকুট গ্রামের বাসিন্দা। আহত দুই যাত্রীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- কদমতলী ওভারব্রিজের নিচে চালক সিএনজি অটোরিকশা ঘুরানোর সময় দুইটি বাস চাপা দেয়। বাস দুইটির চাপায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

এতে অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক চালক মঈনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাস দুইটি ভাঙচুর করেন।

আপনার মন্তব্য

আলোচিত