ডেস্ক রিপোর্ট

২৮ জুন, ২০১৫ ০৩:৫০

সিপা'র পক্ষ থেকে গরীব ও দুঃস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

শাহজালাল হাউজিং এস্টেট (উপশহর) প্রবাসী এসোসিয়েশন (সিপা) পক্ষ থেকে গতকাল শনিবার গরীব ও দুঃস্থদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট আব্দুর নূর, সেক্রেটারী জেনারেল শাহ্ শেরওয়ান মোহাম্মদ কামালী, শাহপরান থানার সিনিয়র পুলিশ কমিশনার কাজী মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, বিশিষ্ট্য সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী, সাবেক সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, বিএনপির সাবেক সভাপতি ডা. শামীমুর রহমান, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, এলাকার বিশিষ্ট্য মুরব্বি হাফিজ ওয়াছির আলী, অধ্যাপক সিরাজুল ইসলাম, মোঃ রাজু আহমদ, সৈয়দ শোয়েব আলম, আজমল হোসেন খান, মাহমুদুর মুসপেক সাদেকিন প্রমুখ।

কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ ওয়াছির আলী, অনুষ্ঠানে প্রায় ৮ শতাধিক লোকের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

শাহজালাল হাউজিং এস্টেট (উপশহর) প্রবাসী এসোসিয়েশন গরিব ও দুঃস্থদের মধ্যে ইফতার বিতরণ করে যে কাজটি করেছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার। আগামী দিনে শাহজালাল হাউজিং এস্টেট (উপশহর) প্রবাসী এসোসিয়েশন সার্বিক উন্নয়নে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা ও এলাকাবাসী আশাবাদ ব্যাক্ত করেন।

আপনার মন্তব্য

আলোচিত