
২৮ জুন, ২০১৫ ১২:৩৮
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজারে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে ৯ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গন্ধবপুর গ্রামের বিল্লাল মিয়ার সঙ্গে ঠাট্টা করে পাশের বাঘময়না গ্রামের জমসেদ মিয়া। বিল্লাহ ঘটনাটি তার ভাই মাসুক মিয়াকে জানায়। শুক্রবার মাসুক মিয়া রানীগঞ্জ বাজারে বিষয়টি নিয়ে জমসেদ মিয়ার ছেলে সালেহ আহমদের সঙ্গে কথা বলেন। এর জের ধরে শনিবার বিকেলে মাসুকের সঙ্গে জমসেদ মিয়ার ছোট ছেলে জিয়াউরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ২৫ আহত হয়। খবর পেয়ে পুলিশ এসে ৯ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাইনুল জকির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে সাথে সাথেই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়।
আপনার মন্তব্য