৩০ জুলাই, ২০১৮ ২১:১৫
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০৫টি কেন্দ্রের ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর চেয়ে মাত্র ১২২১ ভোটের ব্যবধানে এগিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।
সোমবার (৩০ জুলাই) রাত ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়।
নৌকার প্রার্থী কামরান ১০৫টি কেন্দ্রে পেয়েছেন ৭০৮৯৪ ভোট এবং ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৬৯৬৭৩ ভোট।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের ৯টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪ শত ৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২ শত ৮৮ জন নারী ভোটার।
এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৪টি। প্রিসাইডিং অফিসার ১৩৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৯২৬ জন ও পোলিং অফিসার ১৮৫২ জন দায়িত্বে ছিলেন।
আপনার মন্তব্য