Advertise

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০১৮ ২১:৩৭

সিলেটে তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা বন্ধ করল জেলা প্রশাসন

সিলেটের মুসলিম সাহিত্য সংসদে নিয়ম বহির্ভূতভাবে মাসব্যাপী আয়োজিত তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা বন্ধ করে দিয়েছে সিলেটের জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় সিলেটের দরগা গেইটস্থ চলমান এ মেলা বন্ধের নির্দেশ দেন সিলেটের জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্স।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, সংবাদের ভিত্তিতে আমি জানতে পারি নিয়ম বহির্ভূতভাবে সিলেটের মুসলিম সাহিত্য সংসদের সামনের খোলা মাঠে তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা চলছে। পরে আমি এসে সেখানে চলমান মেলা বন্ধের নির্দেশ দেই। নির্দেশের পরপরই মেলার দোকানীরা নিজ উদ্যোগে তাদের স্টল গুটিয়ে নেয়।

এ ব্যাপারে মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মাহমুদ রেজা চৌধুরী বলেন, এ মেলা বৈধভাবে আমাদের কাছ থেকে অনুমতি সাপেক্ষে আয়োজন করে হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের কাছ থেকে এ মেলা আয়োজন কমিটি কোন ধরণের অনুমতি ছাড়াই এ মেলার আয়োজন করেছে। তাই প্রশাসনের পক্ষ থেকে এ মেলা বন্ধের নির্দেশ দেয়া হয়।

তবে জানা যায় এ মেলার করছে সিলেট  তাঁতিলীগের কয়েকজন নেতারা এ মেলার আয়োজন করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত