সুনামগঞ্জ প্রতিনিধি

২৫ আগস্ট, ২০১৮ ২১:০৫

তাহিরপুরে কৃষক লীগের শোক র‌্যালি ও সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের তাহিরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ আগস্ট) বিকেলে তাহিরপুর উপজেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভার পূর্বে এক শোক র‌্যালী উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদিক্ষন করে সদর পূর্ব বাজারে আলোচনা সভায় মিলিত হয়।

কয়েক হাজার মানুষের উপস্থিতিতে উক্ত শোক র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার।

উপজেলা কৃষক লীগের আহবায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক খসরু ওয়াহিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্য সচিব বিন্দু তালুকদার, সিনিয়র যুগ্ম-আহবায়ক জুনেদ আহমেদ, জামালগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু তাহের আলী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আব্দুল মজিদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি এমদাদ নুর, তাহিরপুর উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক রাসেল আহমেদ, পরিতোষ দাস, বাবলু তালুকদার, জুলহাস মল্লিক, হুমায়ুন কবির, দক্ষিণ বড়দল ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক রহমত আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত