সিলেটটুডে ডেস্ক

২৬ আগস্ট, ২০১৮ ১৯:০৯

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩শ' টাকা নির্ধারণের দাবি

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩’শ টাকা নির্ধারণের দাবিতে সিলেটে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ আগস্ট) বিকালে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হৃদেশ মুদির সভাপতিত্বে এবং অজিত রায়ের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি সুশান্ত সিনহা সুমন, সিলেট জেলার সদস্য সন্তোষ বাড়াইক, লাংকাট লোহার, শেলী দাশ, বীরেন সিং প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গত ২০ আগস্ট ঈদের আগের দিন চা শ্রমিকদের জন্য সরকার মাত্র ১০২ টাকা দৈনিক মজুরি নির্ধারণ করে। বর্তমান বাজারে এক কেজি চালের দাম যেখানে ৫০ টাকা সেখানে এই অল্প মজুরি দিয়ে চা শ্রমিকদের জীবন চালানো অসম্ভব। অথচ চা শ্রমিকদের দৈনিক ৩’শ টাকা মজুরির দীর্ঘ দিনের দাবি উপেক্ষা করে সরকার এই অন্যায্য মজুরি নির্ধারণ করে।

সমাবেশে দেশের সার্বিক আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩’শ টাকা নির্ধারণের দাবি জানান বক্তারা ।

আপনার মন্তব্য

আলোচিত