সিলেটটুডে ডেস্ক

২৭ আগস্ট, ২০১৮ ১৭:১০

ওসমানীর জন্মশতবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর শততম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে আগামী ৩১ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নগরীর জিন্দাবাজারস্থ ইদ্রিছ মার্কেটের ফেনী দাওয়াখানা থেকে অংশ গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের ফরম সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়।  

যথাযোগ্য মর্যাদায় ওসমানীর শততম জন্মবার্ষিকী পালনের লক্ষে সিলেট জেলা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলামকে ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাব্বির আহমদকে উপদেষ্টা, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানকে আহবায়ক, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম এ হান্নান, রোটারিয়ান আসাদুজ্জামান, রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী, রোটারিয়ান শামীম আহমদ, কাউন্সিলর এস. এম. শওকত আমিন তৌহিদ, মোস্তাফিজুর রহমান পপু, ডা. এম. এ. রকিব, যাদু শিল্পী মো. বেলাল উদ্দিন, মো. আনোয়ার হোসেন, হাকিম ছাদ উল্লাহ বাচ্চু, মধু মিয়া, সুরঞ্জিত বর্মণকে যুগ্ম আহবায়ক, মনোরঞ্জন তালুকদারকে সদস্য সচিব, এডভোকেট মো. সাজ্জাদুর রহমান, জাবেদ আহমদ, ফাইয়াজ হোসেন ফরহাদ, শফিকুর রহমান শফিক, জাহাঙ্গীর আলমকে যুগ্ম সদস্য সচিব, সাজ্জাদুর রহমান, এডভোকেট বাবলু ভৌমিক, সুদীপ বৈদ্য, আশিকুর রহমান রব্বানী, খালেদ মিয়া, ইমরান হোসেন বাবুল, হুমায়ুন রশীদ শাহীন, শাহ আলম, বদরুল আলম, বাদল পুরকায়স্থ, মামুন চৌধুরী, শিরিন চৌধুরীকে সদস্য করে ৫১ সদস্য বিশিষ্ট জন্মবার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত