শ্রীমঙ্গল প্রতিনিধি

২৯ আগস্ট, ২০১৮ ২১:৫৩

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নিলামে ২২ লাখ কেজি চায়ের ৯৭ ভাগই বিক্রি

চতুর্থবারের মতো দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা নিলাম অনুষ্ঠিত হয়েছে।

এই চা নিলাম কার্যক্রমে এবারই প্রথম স্থানীয়ভাবে শ্রীমঙ্গল জালালাবাদ টি ব্রোকার্স হাউজ অংশ নেয়।

এছাড়া অন্যান্য ৮টি ব্রোকার হাউজ ও দেশের বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক বায়ার নিলাম ডাকে অংশ নেয়। এবারের নিলামে সর্বোচ্চ দামে বিটিআরআই চা বাগানের বিটি-২ (ডিএম/পিএফ) চা ৩৬০ টাকা কেজি দরে আর সর্বনিম্ন ২২০ টাকা কেজি দরে বিক্রি হয়।

টি ট্রেডার্স অ্যান্ড প্লান্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ব্যবস্থাপনায় বুধবার সকাল ৮টা থেকে শহরের মৌলভীবাজার সড়কের খাঁন টাওয়ারে এ নিলাম ডাক শুরু হয়।

এতে বিভিন্ন চা বাগান থেকে নিয়ে আসা ২২ লাখ ১১ হাজার ৫৫০ কেজি চা নিলামে বিক্রির জন্য তোলা হয়। এর মধ্যে প্রায় ৯৭ ভাগ চা-ই বিক্রি হয়।

এদিকে, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিঃ-এর প্রেসিডেন্ট খন্দকার শিপার আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম শ্রীমঙ্গল চা-নিলাম কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তারা চা নিলাম ও চা বিক্রির ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাসহ নানা সমস্যা সার্বিক উন্নয়নে সিলেট চেম্বার প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে জানান।   

উল্লেখ্য, গত ১৪ মে শ্রীমঙ্গল নিলাম হাউজে প্রথম চা নিলাম কার্যক্রম শুরু হয় এবং এই নিলামে উত্তোলিত ৫ লাখ ৫৭ হাজার কেজি চা বিক্রি হয়।

আপনার মন্তব্য

আলোচিত