ছাতক প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর, ২০১৮ ২১:৩৪

ছাতকে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা

ছাতকে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, অদক্ষ চালক দিয়ে ফিটনেস বিহীন গাড়ীসহ করিমন-নছিমন সড়কে চলাচল বন্ধ করে দিতে হবে। শুধু সরকারি সংস্থার দিকে চেয়ে থাকলে চলবে না, নিজেদেরকেও দায়িত্ববান হতে হবে।

রাস্তায় গরু চরানো, ধান-খড় শুকানোসহ বিভিন্ন কর্মকাণ্ড অনেক ক্ষেতে দুর্ঘটনার কারণ হয়ে দাড়ায়। তিনি বলেন, দুর্ঘটনা রোধে ট্রাফিকসহ সরকারি সংস্থার পাশাপাশি আমাদের সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (০৪সেপ্টেম্বর) ছাতক উপজেলা মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারীর সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার দুলন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা, ছাতক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ডাক্তার অভিজিৎ শর্মা, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, আ’লীগ নেতা সৈয়দ আহমদ। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ প্রমুখ।

মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, আব্দুল মছব্বির, আব্দুল হেকিম, মুরাদ হোসেন, বিল্লাল আহমদ, প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, রশিদ আহমদ, নিত্য রঞ্জন দাস, আ’লীগ নেতা চান মিয়া চৌধুরী, সিরাজুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমান, আব্দুর রহিম, শামসুজ্জামান রাজা, আফতাব উদ্দিন, হাজী ময়না মিয়া, সাব্বির আহমদ, বাবুল রায়সহ জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, গাড়ী চালক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত