জামালগঞ্জ প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০১৮ ১৬:৫১

দিরাই-শাল্লার রাস্তা অবশ্যই করব: প্রতিমন্ত্রী মান্নান

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান এমপি বলেছেন, আগামীতে গাড়ি চড়ে শাল্লায় ফুটবল খেলা দেখাতে আসব। বাংলাদেশ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। উন্নয়নশীল দেশ থেকে মধ্য আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। আমি ভাটির সন্তান হিসেবে কথা দিচ্ছি দিরাই-শাল্লার রাস্তাসহ অবশিষ্ট উন্নয়নমূলক কাজ অবশ্যই সম্পন্ন করা হবে।

শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে শাল্লায় অনুষ্ঠিত আব্দুল মান্নান চৌধুরী আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জয় সেনগুপ্তা এমপি, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, সুনামগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার মনজুর আলম, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস শহীদ, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম, ওসি (তদন্ত) মো. জহিরুল ইসলাম, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. অলিউল হক, মো. আব্দুস ছাত্তার মিয়া, শাল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল লেইছ চৌধুরী, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীপাল দাশ মিল্টন, শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল মান্নান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলমগীর কবির, আটগাঁও ইউপির চেয়ারম্যান মো. আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, বাহাড়া ইউপির চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, শাল্লা ইউপি চেয়ারম্যান মো. জামান চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায় প্রমুখ।

শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন) এর উদ্যোগে ও অর্থায়নে শাল্লা উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আব্দুল মান্নান চৌধুরী আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০১৮ অনুষ্ঠিত হয়। খেলাটিতে পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার মোট ১৬টি ইউনিয়ন অংশ গ্রহণ করে। যার চূড়ান্ত পর্বের (ফাইনাল) খেলাটি ৫ অক্টোবর শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শাল্লা উপজেলার বাহাড়া ও ইটনা উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদের মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলার মূল পর্বে উভয় দলই একটি করে গোল করায় টাইব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হয়। অনুষ্ঠিত ট্রাইবেকারে ধনপুর ইউনিয়ন পরিষদ জয়লাভ করে।

খেলা শেষে রানারআপ দলের অধিনায়ক বাহাড়া ইউপির চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরীর হাতে স্থানীয় সাংসদ ড. জয়া সেনগুপ্তা রূপার নৌকা-রূপার বৈঠা পুরস্কার তুলে দেন এবং প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ধনপুর ইউপির চেয়ারম্যান হরনাথ দাসের হাতে সোনার নৌকা-সোনার বৈঠা পুরস্কার তুলে দেন।

আপনার মন্তব্য

আলোচিত