কমলগঞ্জ প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০১৮ ১৯:০৪

কমলগঞ্জে উন্নয়ন মেলার বিভিন্ন প্রকল্পে প্রায় সোয়া কোটি টাকা প্রদান

মৌলভীবাজারের কমলগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার শেষ দিনে বিভিন্ন প্রকল্পে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে ১৫ লাখ ও গ্রামীণ কমংসংস্থান প্রকল্পের আওতায় ৯০ জন নারীকে ৭৬ লাখ টাকা মিলিয়ে মোট ৯১ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ৭৮ জনের মধ্যে ৮ লক্ষ ২০ হাজার ও সোনালী ব্যাংকের উদ্যোগে দুজন ব্যবসায়ীকে ১৪ লক্ষ মিলিয়ে মোট ২২ লাখ ২০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়।

শনিবার (৬ অক্টোবর) বিকালে কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই আর্থিক অনুদান, ঋণ প্রদান ও ভূমিহীনের মধ্যে দলিল হস্তান্তর করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে আর্থিক অনুদান ও ঋণ প্রদান ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

প্রধান শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক আহমদ মানিক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হারুন অর রশীদ ভূইয়া, রহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতলিব তরফদার প্রমুখ।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণ প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

উপজেলা এলজিইডি প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, গ্রামীণ নারীদের কর্মসংস্থান প্রকল্পের আওতায় ৯০ জন নারীকে মোট ৭৬ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ৭৮ জন সদস্যের মাঝে ৮ লাখ ২০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়। একই সাথে সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখার মাধ্যমে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে যথাক্রমে ১০ লাখ ও ৪ টাকা করে মোট ১৪ লাখ টাকার ঋণ প্রদান করা হয়।

তাছাড়া ১নং রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়ার ভূমিহীন আক্কাছ আলী (৬০) এর হাতে ১৫ শতাংশ জমির পর্চাও হস্তান্তরের মাধ্যমে তিন দিনের উন্নয়ন মেলার সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত