বিয়ানীবাজার প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০১৮ ২০:৩০

বিয়ানীবাজারে ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ অক্টোবর) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোড়ে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দায়ের কুপে গুরুত্বর আহত হন পৌরসভার কসবা এলাকার মোকামিল আলীর পুত্র ও বিয়ানীবাজার ছাত্রলীগের (মূলধারা) গ্রুপের কর্মী রেজওয়ান হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১টা দিকে পৌরশহরে কলেজ রোডের সমবায় মার্কেটের আসার পর অজ্ঞাত ১০/১২জন যুবক রেজওয়ানকে ধাওয়া করে। এসময় সে দৌড়ে সমবায় মার্কেটের অপরপ্রান্তের আরপি প্লাজায় আশ্রয় নেয়। এ ভবনের ৫তলা থেকে সন্ত্রাসীরা তাকে ধরে নীচে নিয়ে আসে। এ সময় তার পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়। এ সময় রেজওয়ানের চাচা সমবায় মার্কেটের জামিল হোসেন এগিয়ে এসে তাকে রক্ষা করেন। জামিলও আঘাত পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত অবস্থায় রেজওয়ানকে উদ্ধার করে স্থানীয় প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আঘাত গুরুতর হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছি। তাদের নাম পরিচয় আমরা পেয়ে গেছি। আহত রেজওয়ানের পরিবার থেকে মামলা দায়ের করার প্রস্তুতি নেয়ার কথা আমাদের বলেছে। মামলা হোক বা না হোক অপরাধীদের আমরা আজকের মধ্যে গ্রেপ্তার করবো।

এদিকে শুক্রবার সন্ত্রাসী কার্যক্রমে অভিযোগে রেজওয়ান হোসেনকে পুলিশ আটক করেছিলো। তার কাছ থেকে অভিযুক্ত বিষয়ে আর না জড়ানোর অঙ্গীকারনামা নিয়ে পুলিশ তাকে শনিবার সকালে ছেড়ে দেয়। দুপুরে দিকে সে সমবায় মার্কেটে আসলে পূর্ব থেকে ওৎপেতে থাকায় সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়।

আপনার মন্তব্য

আলোচিত