জামালগঞ্জ প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০১৮ ১৮:২০

জামালগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

'থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) সকালে সাচনা বাজার অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে একটি র‌্যালি সাচনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী ইউনিয়ন পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
 
সাচনা বাজার ইউনিয়ন পরিষদ, কন্যা শিশু এডভোকেসি ফোরাম ও বিকশিত নারী নেটওয়ার্কের আয়োজনে সাচনা বাজার ইউপি কন্যা শিশু ফোরামের নারীনেত্রী আম্বিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কন্যা শিশু এডভোকেসি ফোরামের সভাপতি ও মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা বেগম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শামীম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক আলেয়া বেগম, ইউপি সদস্য ছমির আলী, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ আলম লিমন, কন্যা শিশু ফোরামের সদস্য নারীনেত্রী রুমা, কল্পনা, মনোয়ার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত