সুনামগঞ্জ প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০১৮ ২০:০৩

তাহিরপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিনের বিরুদ্ধে সরকারি গ্রামীণ সড়কের চারটি মূল্যবান গাছ কাটার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে রোববার বিকেলে তাহিরপুর সদর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আশিষ কুমার রায় বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট-সোহালা রাস্তায় কেটে ফেলা গাছগুলো জব্দ করেন।
 
স্থানীয়রা জানিয়েছেন কেটে ফেলা ৪টি গাছের কাঠের বর্তমান বাজার মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা। গাছগুলো বেশ বয়স্ক ও বড় ছিল এবং পথচারীদের ছায়া দিত। গাছগুলো গোঁড়া কেটে রাস্তার পাশেই কাঠ তৈরি করে নেয়া হয়েছে।
 
ইউনিয়ন ভূমি কর্মকর্তা কর্মকর্তা আশিষ কুমার রায় জানান, স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে বাদাঘাট-সোহালা রাস্তার উপর বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন ৪টি রেইনট্রি গাছ কেটে ফেলেছেন। গাছগুলো গত কয়েকদিন পূর্বে কাটা হয়েছে। গাছের কিছু অংশ সরিয়ে ফেলা হয়েছে। রাস্তার পাশে থাকা কিছু গাছ জব্দ করা হয়েছে।
 
এ বিষয়ে বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘বাদাঘাট-সোহালা রাস্তার উপর গাছগুলো আমার পিতা আলহাজ্ব জয়নাল আবেদীন ইউপি চেয়ারম্যান থাকাকালীন সময়ে রোপণ করেছিলেন। আমি আমার পিতার রোপনকৃত গাছ কেটেছি।

আপনার মন্তব্য

আলোচিত