নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০১৮ ২১:৩১

ফিজা’র স্বত্বাধিকারী বাবুল কারাগারে

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে গিয়ে কারাগারে গেলেন সিলেটের চেইনশপ ‘ফিজা অ্যান্ড কোং’র স্বত্বাধিকারী নজরুল ইসলাম বাবুল।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক মো. মফিজুর রহমান ভূঁইয়া নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন, উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন বাবুল। মামলার হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নজরুল ইসলাম বাবুল গত সিটি করপোরেশন নির্বাচনে ৯নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত