সিলেটটুডে ডেস্ক

০১ ডিসেম্বর, ২০১৮ ২২:৩৭

ভোট বিপ্লবের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: এডভোকেট জামান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, গণতন্ত্রের মানসকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হলে ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের মুক্তি ও মানুষের ভোটাধিকার অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে বেগম খালেদা জিয়া আজ কারাগারে বন্দি। ভোট বিপ্লবের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হবে। তাই ৩০ডিসেম্বরের নির্বাচনে প্রার্থী কে তা মুখ্য নয়, ধানের শীষ প্রতীকটাই মুখ্য। ধানের শীষ প্রতীক নিয়ে দল যাকেই মনোনীত করবে তার পক্ষে সর্বশক্তি নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।

শনিবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং এম ইলিয়াস আলীসহ গুম-খুন রহস্যের জবাব দিতে সিলেটবাসী ৩০ ডিসেম্বরের নির্বাচনের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। তাই সকল ভেদাভেদ ভুলে সিলেট-৪ আসনসহ সিলেট বিভাগের সর্বত্র দলের নেতাকর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

উপজেলা বিএনপির উপদেষ্টা সামসুল হকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আলফাত হোসেন বিলালের পরিচালনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এবাদুর রহমান, সামসুল হক, ইউনুস আলী, মিজানুর রহমান, মহামুদ আলী, আবদুল করিম, মিছবাহ উদ্দিন, তানবির আহমেদ শাহীন, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন, আমিনুর রহমান, মিছবাউল আম্বিয়া, প্রবীণ মিত্র, জামিল আহমদ, রিপন আহমদ, জয়নাল আবেদীন, আরিফ আহমদ, আলম আহমদ, দেলওয়ার হুসেন, গোলজার আহমদ, আজির উদ্দিন মেম্বার, নুরুদ্দিন, মিনহাজ উদ্দিন সিরাজ, আলমগির হোসেন, ফয়সাল আহমদ, জয়নাল আহমদ, সুহেল আহমদ, শামীম আহমদ, আলিম উদ্দিন, ফয়সল আহমদ, ফয়েজ আহমদ, নোমান আহমদ, আলাউদ্দিন, আশরাফ আহমদ মুন্না, ফয়সল আহমদ, আবদুল রাজ্জাক, মুরাদ হোসেন, মামুনুর রশিদ, তোফায়েল আহমদ, কবির আহমদ, আলাউদ্দিন আল আশরাফ, সাদ্দাম আহমদ, সামসুজ্জামান, পারভেজ আহমদ, রেজুয়ান আহমদ রিমাল, রামিল আহমদ, রাসেল আহমদ, তানবির হোসেন, শাহীন আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত