সিলেটটুডে ডেস্ক

২৫ জানুয়ারি, ২০১৯ ০০:৩১

প্রবীণ সাংবাদিক বশির আহমদ আর নেই

প্রবীণ সাংবাদিক বশির আহমদ আর নেই। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে মিরপুর কালশীতে অবস্থিত সাংবাদিক আবাসিক এলাকার বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্র্যাব সিনিয়র সদস্য ছিলেন বশির আহমদ।

বশির আহমদের ছেলে সালেহ আহমদ শাওন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুর শাখায় নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে একাধিকবার তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার বাদ জুমা কালশী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

বশির আহমদ ১৯৪৮ সালে সুনামগঞ্জের ছাতকে জন্মগ্রহণ করেন। সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার সাংবাদিকতা শুরু দৈনিক আজাদে।

পরে প্রায় ২৫ বছর ধরে দৈনিক সংবাদে অপরাধবিষয়ক সাংবাদিকতা করেন। সবশেষ তার সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দেশ সমাচার বের হচ্ছিল।

আপনার মন্তব্য

আলোচিত