সুনামগঞ্জ প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি , ২০১৯ ০০:৪২

সুনামগঞ্জে সব উপজেলায়ই আ. লীগের একাধিক প্রার্থী, আছেন বিএনপি প্রার্থীরাও

উপজেলা পরিষদ নির্বাচন

উপজেলা পরিষদ নির্বাচনের জন্য কেন্দ্র থেকে একক প্রার্থী নির্ধারণ করলেও সুনামগঞ্জে দলের বিদ্রোহীদের ঠেকাতে পারছে না আওয়ামী লীগ। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্তদের সাথে বিদ্রোহীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে, বিএনপি এই নির্বাচনে অংশ না নেওয়ার মত পোষণ করলেও সুনামগঞ্জে দলটির নেতারা অংশ নিচ্ছেন উপজেলার ভোটের লড়াইয়ে।

সোমবার পর্যন্ত সুনামগঞ্জের ১০ উপজেলায় চেয়ারম্যান পদে ৩৯ , ভাইস চেয়ারম্যান পদে ৮০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে তাহিরপুর ছাড়া সব উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক নেতা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাহিরপুরে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও বিএনপির দুই নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- খায়রুল হুদা চপল (আওয়ামী লীগ মনোনীত), সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন (স্বতন্ত্র), যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা রাশেদ বখ্ত নজরুল (স্বতন্ত্র) ও আওয়ামী লীগ নেতা মনিষ কান্তি দে মিন্টু (স্বতন্ত্র)।

ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন দাখিল করেছেন, তারা হলেন- আবুল হোসেন, মো. বাবুল মিয়া, জাকির হোসেন শাহীন, মো. শহীদুল্লা ও সাইফুল ইসলাম মোবিন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন নিগার সুলতানা কেয়া, সাদিয়া বখ্ত ও সানজিদা নাসরিন ডিনা।

দক্ষিণ সুনামগঞ্জে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- আবুল কালাম (আওয়ামী লীগ মনোনীত), উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, জেলা বিএনপির সহসভাপতি আনছার উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল আলম নিক্কু ও উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন।

ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- নূর হোসেন, মাওলানা আতাউর রহমান, রিপন মিয়া, কামাল হোসেন পারভেজ ও শহীদুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন রুবিনা বেগম, দোলন রানী তালুকদার, অ্যাডভোকেট হেলিনা আক্তার, খাইরুনন্নেছা ও রফিকা মহির।

শাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- চৌধুরী আব্দুল্লা আল মাহমুদ (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী) ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস।

ভাইস চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- অ্যাডভোকেট দীপু রঞ্জন দাস, আব্দুল মজিদ, কালী পদ রায়, সাইফুল ইসলাম, ফেনী ভূষণ সরকার, পঙ্কজ চৌধুরী ও অরিন্দম অপু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- অমিতা রানী দাস, নেহার বেগম, আজিজুন্নেছা, রেজিয়া বেগম, পলি বেগম ও ব্রেইনী তালুকদার।

দিরাই উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- প্রদীপ রায় (আওয়ামী লীগ মনোনীত), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আলম চৌধুরী ও যুবলীগের সভাপতি রঞ্জন রায়।

ভাইস চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- জায়ফর মিয়া, মোহন চৌধুরী, রুহুল আমীন, নুরুল হক, তোফায়েল চৌধুরী, আরিফুজ্জামান চৌধুরী, ইমরান হোসেন, সর্দার কামাল হোসেন ও জুবের আলম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ২ জন। তাঁরা হলেন- ছবি চৌধুরী, অ্যাডভোকেট রিপা সিন্হা ও হেলেনা বেগম খেলা।

বিশ্বম্ভরপুর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন ৪ জন। তাঁরা হলেন- বর্তমান চেয়ারম্যান, বিএনপি’র হারুন অর রশিদ, রফিকুল ইসলাম তালুকদার (আওয়ামী লীগ মনোনীত), জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোশারফ হোসেন ইমন ও আওয়ামী লীগ নেতা সফর উদ্দিন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৭ জন। তাঁরা হলেন- সোলেমান তালুকদার, হুমায়ুন কবির পাপন, মুক্তিযোদ্ধা মো. তাজ্জদ আলী, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন দিলু, সেলিম আহমদ, আব্দুল মান্নান ও হাসান বশির।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৩ জন। তাঁরা হলেন- আয়শা আক্তার, মদিনা আক্তার ও মাহফুজ আক্তার রীনা।

তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩ জন। তাঁরা হলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, করুণা সিন্ধু চৌধুরী বাবুল (আওয়ামী লীগ মনোনীত) ও জেলা বিএনপির সহসভাপতি আনিসুল হক।

ভাইস চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- আলমগীর খোকন, রিয়াজ উদ্দিন খন্দোকার, ফেরদৌস আলম আখঞ্জি, রহমত আলী, মিলন তালুকদার ও আব্দুল বারেক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৫ জন। তাঁরা হলেন- বেরা আক্তার, খালেদা বেগম, হেনা আক্তার, বিউটি রানী সরকার ও সেলিনা বেগম।

দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৭ জন। তাঁরা হলেন ডা. আব্দুর রহিম (আওয়ামী লীগ মনোনীত), উপজেলা আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক ফরিদ আহমদ তারেক, আওয়ামী লীগ নেতা দেওয়ান তানভির আশরাফি বাবু, বিএনপি নেতা মো. শাজাহান মিয়া, বিএনপি নেতা হারুনুর রশিদ, রেনু মিয়া ও দেওয়ান আবুল হোসেন মাহমুদ রেজা চৌধুরী।

ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- রফিকুল ইসলাম, জিয়াউর রহমান, মারফত আলী, গুরুদাস দে, সিরাজুর রহমান, আব্দুর রাজ্জাক, নূর হোসেন, ফয়জুল হক, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, হারুন মিয়া, জালাল উদ্দিন ও নূর আলী ইমরান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- সালেহা বেগম, সৈয়দা পারভিন সুলতানা, সখিনা বেগম ও ঝর্ণা রানী দাস।

জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ (আওয়ামী লীগ মনোনীত), জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাচনাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শামীম ও সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ রশীদ আহমদ।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ১২ জন। তাঁরা হলেন- গোলাম জিলানী আফিন্দী রাজু, আকবর হোসেন, অ্যাড. জুবায়ের আবেদীন, জসিম উদ্দিন তালুকদার, আব্দুল কদ্দুস, আব্দুল আউয়াল, আব্দুল আহাদ, সিদ্দিকুর রহমান, সামছুল আলম সিদ্দিকী, এসএম মোর্শেদ ও শাহাব উদ্দিন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৭ জন। তাঁরা হলেন সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজুর আক্তার দিপু, বীনা রানী তালুকদার, শারমীন সুলতানা, রায়েবা সিদ্দিকি রাবু, রুনা লায়লা, চৌধুরী শারমীন রহমান ও সোহেলা আক্তার।

ধর্মপাশা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- মো. শামীম আহমেদ মুরাদ (আওয়ামী লীগ মনোনীত), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন।

ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- আব্দুল হাই তালুকদার, মো. কামাল, আবুল কাসেম, এএসএম ওয়াসিম, বিল্লাল হোসেন ও ফারুক আহমেদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তাঁরা হলেন ইয়াসমিন আক্তার এবং শান্তা চৌধুরী।
ছাতক উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অলিউর রহমান চৌধুরী বকুল, ফজলুর রহমান (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী) ও আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা।

ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- আবু সাদাত লাহীন, ইজাজুল হক রনি, আতাউল হক সামি, অ্যাডভোকেট মাসুম আহমদ, আব্দুল গফ্ফার. শামীম আহমদ, শাহীন চৌধুরী, বাবুল রায় ও লোকমান হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন- রাবেয়া বেগম, লিপি বেগম, নাসিমা আক্তার ও শিখা দে।

আপনার মন্তব্য

আলোচিত