নবীগঞ্জ প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি , ২০১৯ ১২:১১

নবীগঞ্জে আলমগীর চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

নবীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন দাখিল করেন।

এর আগে বিশাল মোটরসাইকেল শো-ডাউন দিয়ে চেয়ারম্যানকে হবিগঞ্জ থেকে নিয়ে আসেন দলের নেতা-কর্মীরা।

মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ জেলা জাসদের সভাপতি এডভোকেট তাজ উদ্দিন সুফি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. ইজাজুর রহমান, মো. আবু সিদ্দিক, আলী আহমদ মুছা, মো. নজরুল ইসলাম, আবু সাঈদ এওলা মিয়া, মুহিবুর রহমান হারুন, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, এড. শামছুল আলম, এড. মিনহাজ উদ্দিন মিজু, আওয়ামী লীগ নেতা ও প্যানেল মেয়র এটি এম সালাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গুল আহমেদ কাজল, লোকমান আহমেদ খান, খয়রুল বশর চৌধুরী, জাকির আহমেদ, রাব্বি আহমদ চৌধুরী, পৌর যুবলীগ আহবায়ক ফজল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, সাধারণ সম্পাদক উজ্জল সরদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাজহারুল ইসলাম অপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু, সাবেক সহ-সভাপতি মহিনুর রহমান ওহি, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমেদ।

উল্লেখ্য, আলমগীর চৌধুরী নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামে ১৯৬৫ সালে ১ এপ্রিল জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র ভিত্তিক ৫৪৩টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী বুথে ভোট অনুষ্ঠিত হয়েছিল। ১৯ দলীয় জোটের একক প্রার্থী থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফুকে প্রায় ৯ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হন ক্ষমতাসীন জোট আওয়ামী লীগ মনোনীত হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত