সুনামগঞ্জ প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি , ২০১৯ ২০:২০

জামালগঞ্জে পাখি শিকারিকে দণ্ড

সুনামগঞ্জের জামালগঞ্জে নাজমুল হুদা (৪০) নামে এক শিকারিকে বক পাখি শিকারের দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত ৯টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই রায় প্রদান করেন বলে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) গনমাধ্যমকে জানান।

দণ্ডপ্রাপ্ত নাজমুল হুদা উপজেলার ভীমখালী ইউনিয়নের মৌলিনগর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার এসআই মোশারফ হোসেন জানান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হোস্টেলের পেছনের জঙ্গলে পাখি শিকারের গোপন খবর আসে। এর ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার থানা পুলিশের সহযোগিতায় বুধবার রাতে অভিযান চালান।
অভিযানে ১২টি দেশি কানিবক ফাঁদ পেতে ধরে হত্যা করা অবস্থায় শিকারি নাজমুল হুদাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ সালের ৩৮ ধারা অনুসারে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আপনার মন্তব্য

আলোচিত