সিলেটটুডে ডেস্ক

১৪ ফেব্রুয়ারি , ২০১৯ ২২:৫৬

স্বৈরাচার প্রতিরোধ দিবসে ছাত্র ইউনিয়ন সিলেট জেলার মিছিল ও সমাবেশ

স্বৈরাচার প্রতিরোধ দিবসে ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সরোজ কান্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাবিল এইচের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সহ সভাপতি দীপঙ্কর সরকার, এমসি কলেজ ছাত্র ইউনিয়ন নেতা  নিঠু রঞ্জন তালুকদার, মদন মোহন কলেজ ছাত্র ইউনিয়ন নেতা তন্ময় পাল, অনির্বাণ রায়,মনীষা দাশ তালুকদার, মনীষা ওয়াহিদ লাকি রানি দাশ, বাপন চক্রবর্তী, অমিত বীরপতি সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি আমাদের রক্তের ইতিহাস। মজিদ খানের কুখ্যাত শিক্ষানীতি প্রত্যাহার, বন্দি মুক্তি ও গণতান্ত্রিক অধিকারে দাবি ও গণমুখী, বৈজ্ঞানিক ও অসাম্প্রদায়িক শিক্ষানীতির দাবিতে  জয়নাল, জাফর, কাঞ্চন, দীপালীসহ নাম না জানা শহীদের যে রক্তের ঋণ তা যেকোনো মূল্যে আমাদের শোধ করতে হবে।

আজকের বাংলাদেশে যে চরিত্র একদিকে শিক্ষায় বাণিজ্যিকিরকরণ, সাম্প্রদায়িকতার ছুবল তো আছেই অন্যদিকে দেশের উপর একটি ফ্যাসিবাদী শক্তি ভর করেছে।

আজকের এই দিনের শপথ হোক দেশকে ভালোবাসা, শিক্ষাব্যবস্থাকে বাণিজ্যিকিকরণ, সাম্প্রদায়িকতা থেকে মুক্ত করা। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার শপথের দিন হোক আজ।

উল্লেখ্য এর আগে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

আপনার মন্তব্য

আলোচিত