সিলেটটুডে ডেস্ক

১৮ ফেব্রুয়ারি , ২০১৯ ২১:৪৫

সদর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন আশফাক আহমদ

আসন্ন সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আশফাক আহমদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন । সোমবার বেলা ১২টায় তিনি সকাল সাড়ে ১১টায় হযরত শাহ পরান (রঃ) এর মাজার জিয়ারত করে সদর উপজেলায় প্রথমে উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

পরে বেলা ২টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহের কাছে মনোনয়ন পত্রটি জমা দেন।

মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সদর উপজেলাকে শহরে রুপান্তরিত করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশ মোতাবেক সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিনত করতে  জনগণ আমাকে ভোটের মাধ্যমে পূণরায় নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি। আমারও দৃঢ় বিশ্বাস জনগণ ৩য় বারের মত উন্নয়নের স্বার্থে আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মাহি উদ্দীন আহমদ সেলিম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটি এম হাসান জেবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন চেয়ারম্যান, সিনিয়র সহ সভাপতি মখলিছুর রহমান, মুর্শেদ আহমদ চৌধুরী মাসুম, খাদিম পাড়া ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলী হোসেন, সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক  সম্পাদক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জিয়াউল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ফজলুল করিম ফুল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, বন ও পরিবেশ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, সহ প্রচার সম্পাদক নান্টু চন্দ, খাদিমপাড়া ইউনিয়ন সভাপতি আনছার আলী মহালদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিলাল, খাদিমনগর ইউনিয়ন সভাপতি তারা মিয়া, কান্দিগাঁও ইউনিয় সভাপতি আজম আলী, জালালাবাদ ইউনিয়ন সাধারণ সম্পাদক আশ্রব আলী, মোগলগাঁও ইউনিয়ন সাধারণ সম্পাদক আশিক মিয়া, আমির আহমদ মোস্তফা, এস এম সায়েস্তা তালুকদার, জালাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল তালুকদার, সদস্য মোস্তফা উল¬াহ, উপজেলা যুবলীগ ইকলাল আহমদ, জয়নাল আবেদীন, মহানগর যুবলীগ নেতা সাইদুর রহমান, প্রবাসী ফখরুল ইসলাম, গোলাম রব্বানী, মনির উদ্দিন কারিগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজাহান, যুগ্ম আহবায়ক আজাদুর রহমান সামাদ, লুতফুর রহমান, জ্যোতিষ দত্ত, আনছার আলী মেম্বার, সুহিন মেম্বার, যুবলীগ নেতা আব্দুল লতিফ, আব্দুল কাদির, আবুল হাসনাত, আবু সুফিয়ান, আল মামুন শাহীন, আলী বাহার, ময়না মিয়া, কামরান আহমদ, নূর আহমদ, আবু বক্কর, সোহেল আহমদ, গোলাম আজম জয়, এ এম রব্বানী এবং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত