নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি , ২০১৯ ২২:৪৯

সিলেট জেলা আইনজীবী সমিতির ৫ কোটি টাকার বাজেট পাস

সিলেট জেলা আইনজীবী সমিতির ২০১৯ সালের বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ ৫ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৭৩২ টাকার বাজেট ঘোষণা করেন।

সমিতির সভাপতি এডভোকেট মো. জামিলুল হক জামিল এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক এডভোকেট শংকর লাল দাস ও এডভোকেট জোহরা জেসমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বাজেট সাধারণ সভার প্রারম্ভে কোরআন তেলাওয়াত করেন সমিতির সিনিয়র সদস্য এডভোকেট এম. আবদুল করিম আকবরী এবং গীতা পাঠ করেন এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী।

উক্ত বাজেট সাধারণ সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি-১ এডভোকেট মো. মুছলেহ উদ্দিন ও সহ সভাপতি-২ এডভোকেট মো. এখলাছুর রহমান সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট রাশিদা সাঈদা খানম ও সহ সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মো. আলী হায়দার ফারুক, লাইব্রেরী বিষয়ক সম্পাদক এডভোকেট এম. আবদুল করিম আকবরী, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নূর, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ মখলিছুর রহমান ও এডভোকেট নেপাল চন্দ্র চন্দ,  সহ-সম্পাদক এডভোকেট মো. সাইফুর রহমান খন্দকার রানা, এডভোকেট মো. রবিউল ইসলাম ও এডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলাল,  কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মো. আজিজুর রহমান, এডভোকেট দীনা ইয়াসমিন, এডভোকেট মো. আব্দুল মান্নান চৌধুরী, এডভোকেট মো. আখতার হোসেন খান, এডভোকেট এ এস এম  আব্দুল গফুর, এডভোকেট মো. জমিরুল ইসলাম চৌধুরী, এডভোকেট মো. ছয়ফুল হোসেন, এডভোকেট গৌর বিকাশ চৌধুরী, এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী, এডভোকেট মোহাম্মদ ফজলুর রব, এডভোকেট মো. ওবায়দুর রহমান এবং সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র এডভোকেটসহ আট শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

বাজেট সম্পর্কে আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি এডভোকেট এ কে এম  শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) ও এডভোকেট শাহ আশরাফুল ইসলাম (আশরাফ), সিনিয়র সদস্য এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেট মো. রাজ উদ্দিন, এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট এ টি এম  ফয়েজ উদ্দিন, এডভোকেট মো. কামাল হোসেইন, এডভোকেট মো জোবায়ের বখত জুবের, এডভোকেট মো. আকমাল খান প্রমুখ।

সমিতির সভাপতি এডভোকেট মো. জামিলুল হক জামিল অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের সর্বমোট ৫ কোটি ২১ লক্ষ ৩৩ হাজার ৭৩২ টাকা আয়, ৫ কোটি ২১ লক্ষ ৩০ হাজার ৩৪৭ টাকা ব্যয় এবং ৩ হাজার ৩৮৫ টাকা উদ্বৃত্ত সম্বলিত বাজেট অনুমোদনের জন্যে প্রস্তাব করলে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত ও গৃহীত হয়।

আপনার মন্তব্য

আলোচিত